যে দিকেই তাকাবেন, আল্লাহর নিদর্শন দেখতে পারবেন। অনুভব করতে পারবেন মহান আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহর অনুগ্রহ আপনাকে ঘিরে আছে। আল্লাহর রহমত ব্যতীত কোনো কিছুই সম্ভব না। তাই সর্বদা শুকরিয়া আদায় করুন।
আল্লাহ ﷻ বলেছেন, "আমি তোমাদের যেসকল নিআমত দান করেছি, সেসবের শুকরিয়া আদায় করো। যদি তোমরা নিআমতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তাতে রহমত বরকত দেব, নিআমত বৃদ্ধি করে দেব।" (সূরা ইবরাহীম, ৭)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
▪️ সবচেয়ে উত্তম দো’আ হলো আল-হামদুলিল্লাহ। (তিরমিযী, ৩৩৮৩)
▪️ আর ‘আল-হামদুলিল্লাহ' মীযান পূর্ণ করে। (মুসলিম, ২২৩)
اَلۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। (সূরা ফাতিহা, ২)