BTS এর গান শুনা যাবে কি?

BTS কি?

- ভয় পাবেন না, এখন ধর্ম টানবো না। ধর্মের বিষয় পরে

বলছি।

- আজ থেকে প্রায় কয়েক মাস আগে থেকেই আমি লক্ষ করি বাংলাদেশের কিছু ছেলে মেয়ে দিন দিন BTS ব্রেন্ডের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেখানে অধিকাংশ মেয়ে। কৌতুহলবশত আমিও Fake I'd খুলে এদের সম্পর্কে জানার চেষ্টা করি।ফেসবুকে কয়েকটা ভিডিও দেখলাম,  BTS  এর জন্য Bf-Gf দের Breakup হচ্ছে, BTS সম্পর্কে কিছু বললে মেয়েরা রেগে আগুন। এতে কৌতুহল আরো বাড়তে লাগলো। আসলে আকৃষ্টের কারণ কি এদের সুন্দর চেহারা ? নাকি অন্য কিছু ?

BTS হারামজাদা

- BTS দের গান গুলা সামাজিক হলেও, এদের গানের কিছু স্লো-মোশন ভিডিও, এদের অঙ্গী-ভঙ্গি এবং এদের

ড্রেস-আপ আপনাকে এদের ফ্যান হতে বাধ্য করে যা একধরনের ব্রেইন-ওয়াশ করা হচ্ছে। কিছু দিন আগে দেখি প্রিয় তিনজন হুজুর এর ভিতরে একজন হুজুর BTS এর বিরুদ্ধে কথা বলায় তাকে অনেক মুসলিম ভাই বোনদের গাল-মন্দ শুনতে হয়।

- PUBG, FREE FIRE, TIKTOK নিয়ে মিডিয়া কথা বললেও, BTS ব্রেন্ড নিয়ে চুপ। কারন BTS সরাসরি সামাজিক কাজে সম্পর্কিত থাকলেও, মানুষের অগোচরে অধিকাংশ মেয়েদের কাছে একটা নেশার নাম BTS, যা Virus এর মতো পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিশ্বাস না হলে BTS ফ্যানদের পরীক্ষা করে দেখতে পারেন। কিছু মেয়েদের স্ট্যাটাস দেখে বুঝলাম, এই নেশার কারনে অনেক মেয়ে নিজ দেশের ছেলেদের প্রতি আকর্ষণ হারাচ্ছে।

----- চলুন এবার ইসলাম দিয়ে ব্যাখ্যা করিঃ-

- BTS কেনো হারাম ?🚫

- একজন মুসলিম হিসেবে কেনো BTS ত্যাগ করা দরকার।

- ঐসব পুরুষদের... রাসুল (সঃ) অভিশপ্ত করেছেন যারা

পুরুষ হয়েও নারীর বেশভূষা ও চলাফেরায় নারীদের সাজ অনুসরণ করেন। 

[ আবু দাউদ - ৪০৯৭..ইবনে মাজাহ - ১৯০৪ ]

- যেসব চিহ্ন BTS সদস্যদের মধ্যে পাওয়া যায় - নাক, কান ফোরানো, মেয়েদের মত সাজ-সজ্জা ইত্যাদি।

রাসুল (সঃ) বলেন - কিয়ামতের দিন তাদের সাথেই তোমাদের হিসাব হবে যাদের তোমরা ভালোবাসবে 

[ বুখারী - ৩৬৮৮ ]

- এখন আপনিই বলুন, একজন মুসলিম হয়ে আপনি কি চাইবেন হাশরের ময়দানে বিধর্মীদের কাতারে দাড়াতে ?

- BTS এর ব্যাপারে অল্প কিছু বিষয় তুলে ধরলাম...

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.