ইসলাম কোনো মানব রচিত জীবন ব্যবস্থা নয়।বরং এটি সম্পূর্ণ ওয়াহী নির্ভর পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা।একমাএ ওয়াহী ব্যতীত কোনো মানব রচিত কিতাব ও আলেমের অন্ধ অনুসরনের নিষেধাজ্ঞা রয়েছে ইসলামী শরীয়তে।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সতর্ক করে বিভিন্ন দল-উপদলে বিভক্ত হতে নিষেধ করেছেন এবং তাদের ঐক্য অক্ষুন্ন রাখার নির্দেশ দিয়েছেন। এতদ্বসও্বেও এ মুসলিম উম্মাহ আল্লাহর আদেশ,নিষেধ ও সতর্কবাণী উপেক্ষা করে বিভিন্ন মাযহাবী দল ও উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং মানব রচিত মাযহাবী ফিকহের অন্ধ অনুসরণ করে যাচ্ছে। এ মুসলিম উম্মাহ বিভিন্ন মাযহাবী দলে বিভক্ত হয়ে এক ও অভিন্ন ইসলামকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে এবং খন্ড-বিখন্ড করে ফেলেছে দ্বীনের মূলনীতিকে।
মাযহাবী বিভক্তির ফলেই বিবিধ ফিতনা,বিভ্রান্তি ও গোঁড়ামির জন্ম হয়েছে। মুসলিমদের মধ্যে যাবতীয় কলহ,দ্বন্দ্ব, হিংসা,অহংকার, ঝগড়া-বিবাদ,বাড়াবাড়ি ও দলাদলি সবই মাযহাবী বিভক্তি ও গোঁড়ামির কারনেই সৃষ্টি হয়েছে। যুগের পর যুগ ধরে এই মাযহাবী বিভক্তিই মানুষকে সত্য ও হক্বের পথ থেকে দূরে রাখছে।পৃথিবীর সকল মুসলিম এক হতে পারছে না এবং পবিএ কুরআন ও সহীহ হাদীসকে একমাত্র অনুসরণীয় বিষয় হিসেবে মেনে নিতে পারছে না কেবলমাএ এই মাযহাবী বিভক্তি ও গোঁড়ামীর কারনেই। ফলে মুসলিম উম্মাহর অধিকাংশই সীরাতে মুস্তাকীমের একটি মাএ সরল পথ থেকে ছিটকে পড়ে ভ্রান্ত পথে হাঁটছে।নির্ভেজাল ওয়াহীর ইসলাম প্রতিষ্ঠার ক্ষেএে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই মাযহাবী বিভক্তি।
এ মুসলিম উম্মাহর ধর্মনেতারা তাদের নিজেদের তৈরী কল্পিত মাযহাব ও তরীকাসমূহের বেড়াজালে সাধারন জনগনকে বন্দী করে ফেলেছে। তারা নিজ নিজ মাযহাবের দোহায় দিয়ে সরলমনা ধর্মপ্রান সাধারণ মুসলিমদের সহীহ সুন্নাহ থেকে দূরে রাখছেন এবং বিদআতে লিপ্ত করাচ্ছেন।জায়েজ-নাজায়েজ,সুন্নাত- বিদআত,তাওহীদ-শিরক এমনকি হালাল-হারামের বিষয়গুলিও নির্ণীত হচ্ছে এই মাযহাবপন্থী ধর্মনেতাদের তৈরী নিজস্ব ফাতাওয়ার উপরে।প্রত্যেক মাযহাবপন্থীরাই যেনো তাদের নিজ নিজ মাযহাবকে ওয়াহীর দ্বীন বানিয়ে নিয়ে সেই অনুযায়ী ধর্ম পালন করছে।
হানাফী মাযহাবের আধিপত্যের ফলে এ দেশের অধিকাংশ সাধারন মানুষেরাই না জেনে, না বুঝে, প্রকৃত ওয়াহীর জ্ঞানের অভাবে ও প্রকৃত মাযহাবী জ্ঞানের অভাবে ওয়াহী ভিওিক ধর্মের বিপরীতে মাযহাবী ফিকহকেই ওয়াহীর দ্বীন ভেবে ধর্ম পালন করে যাচ্ছে।
দীর্ঘ সময়ের প্রচেষ্টায় বক্ষমান গ্রন্থটিতে লেখিকা মাযহাব সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয়ের প্রকৃত তথ্যাদি বিজ্ঞ পাঠক সমাজের নিকট তুলে ধরতে চেষ্টা করেছেন।গ্রন্থটি অত্যন্ত সহজ-সরল ও সাবলীল ভাষায় লেখা হয়েছে,যাতে করে জেনারেল শিক্ষিতরা খুব সহজেই মাযহাব সম্পর্কে জ্ঞান লাভ করে মাযহাবী কূটতর্ক পরিহার করে কুরআন ও সহীহ হাদীসের আলোকে জীবন গড়তে পারে।গ্রনথটিতে লেখিকা প্রত্যেকটি বিষয়ই নির্ভরযোগ্য তথ্য-উপাওের মাধ্যমে আলোকপাত করার চেষ্টা করেছেন।আক্বীদা বিশুদ্ধ করতে ও মানহাজকে পরিশুদ্ধ করতে গ্রন্থটির জুড়ি নেই।গ্রন্থটির প্রতিটি পৃষ্ঠার পরতে পরতে সুবিজ্ঞ পাঠক-পাঠিকার জন্য গুরুত্বপূর্ণ তথ্যই সংযুক্ত করা হয়েছে। শিরক-বিদআতে আচ্ছন্ন এ দেশের সরলপ্রাণ, ধর্মভীরু মুসলিমদের নাজাতের দিক নির্দেশনা দিয়ে সাজানো হয়েছে গ্রন্থটি।
মাযহাবী ফিকহের অন্তরালে
লেখিকা : মাহবুবা আক্তার
সম্পাদনায় : রফিকুল ইসলাম বিন সাঈদ
প্রকাশনায় : তাওহীদ পাবলিকেশন্স
পৃষ্ঠা : ৪৮০ হার্ড কভার বাধাই
বিনিময় মূল্য : ৪৮০ টাকা।