মাকতাবায়ে শামেলা (৫ টি ভার্সন একসাথে)

 মাকতাবায়ে শামেলা (৫ টি ভার্সন একসাথে)

_____________________

(১). মাকতাবায়ে শামেলা (For PC)

এতে প্রায় ৬১১১ টি কিতাব পাবেন

সাইজঃ ২ জিবি (অফিশিয়াল ভার্সন)

Mediafire Download Link

_____________________

(২). মাকতাবায়ে শামেলা - লেটেস্ট ভার্সন

(For PC)

এতে প্রায় ১০০০০ কিতাব পাবেন

সাইজঃ ৬.৭ জিবি (অফিশিয়াল ভার্সন)

রিলিজঃ যুলহিজ্জাহ ১৪৪১ হিজিরী

ডাউনলোড লিংক

সরাসরি ডাউনলোড না হলে ভিপিএন ব্যবহার করবেন।

_____________________

(৩). মাকতাবায়ে শামেলা (For PC)

১২০০০ কিতাবসহ (সাথে PDF পাবেন)

G-Drive Download Link

Torrent File 

Total Size 90 GB

Un-official Version

_____________________

(৪). মাকতাবায়ে শামেলা (For PC)

১৬০০০ কিতাবসহ

সাইজঃ ৪.৫ জিবি 

G-Drive Download Link

অথবা,

Mega Download Link

Un-official Version

_____________________

(৫). মাকতাবায়ে শামেলা - গোল্ডেন ভার্সন

(কম্পিউটারের জন্য)

এতে প্রায় ২৯০০০ কিতাব পাবেন

সাইজঃ ১৯.৭ জিবি

ডাউনলোড লিংকঃ 

Mediafire Link

সরাসরি ডাউনলোড না হলে ভিপিএন ব্যবহার করবেন।

▬▬▬▬ ◈◉◈ ▬▬▬▬

মাকতাবায়ে শামেলা (৫ টি ভার্সন একসাথে)


শামেলার সকল কিতাবই আরবী ভাষায়। সুতরাং মনে রাখবেন, এটি বাংলা অনুবাদ করা না।

এছাড়াও----

ফ্রিতে হাজার হাজার ইসলামী কিতাব আপনার মোবাইলে অথবা কম্পিউটারে ল্যাপটপে রাখতে পারেন প্রয়োজনমতো সার্চ করেও কাঙ্খিত হাদিস ও অন্যান্য বিষয় দেখতে পারেন খুবই জনপ্রিয় একটি মাকতাবা, মাকতাবায়ে শামেলা। নিচের লিংকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এণ্ড্রয়েড এবং পিসিতে কিভাবে মাকতাবা শামেলা (Maktaba Shamela) ব্যবহার করবেন?

আলহামদুলিল্লাহ্। অবশেষে মাকতাবা শামেলা (Maktaba Shamela) এর উইণ্ডোজ এবং এণ্ড্রয়েড উভয় ভার্সনই অসংখ্য কিতাবাদি সহ সফল ভাবে আপলোড করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ্। এণ্ড্রয়েড এবং পিসির জন্য মাকতাবা শামেলা সকল কিতাবসহ কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ইন্সটল করে ব্যবহার করবেন তা নিচে দেয়া হলোঃ

এণ্ড্রয়েডের ভার্সনের জন্য আপনার মোবাইলে কমপক্ষে প্রায় ১৪ জিবি ফাঁকা মেমোরীর প্রয়োজন হবে।


মাকতাবা শামেলা এণ্ড্রয়েড ভার্সন প্লেস্টোরে 

► অথবা APK ডাউনলোড 

► সমস্ত কিতাবাদিঃ Mediafire Link

ইন্সটল দেয়ার নিয়মবলীঃ

১। প্রথমে উপরের ২টি ফাইল ডাউনলোড করুন।

২। মাকতাবা শামেলা এপটি এণ্ড্রয়েডে ইন্সটল করে নিন।

৩। সকল কিতাবাদিগুলো আনজিপ করে sdcard এ রাখুন।

৪। সবশেষে মাকতাবা শামেলা এপটি রান করে ব্যবহার করুন।

সমস্ত কিতাবাদির ফাইলটি কম্পিউটার থেকে আনজিপ করতে সেভেন জিপ (7zip) ব্যবহার করতে পারেন কিংবা মোবাইল থেকে আনজিপ করতে রার (RAR) ব্যবহার করতে পারেন।

[ কম্পিউটার থেকে আনজিপ করতে ]

১। এখান থেকে 7zip সফটওয়্যারটি ডাউনলোড করে পিসিতে ইন্সটল করুন।

সেভেন জিপ (7zip) : Mediafire Link

২। shamela.ws.7z নামক ফাইলটিকে সেভেন জিপ (7zip) নামক সফটওয়্যার দিয়ে আনজিপ করুন।

৩। এখন shamela.ws নামক ফোল্ডারটিকে (shamela.ws.7z ফাইলটিকে আনজিপ করলে অসংখ্য ফাইল সমৃদ্ধ shamela.ws নামক ফোল্ডার পাওয়া যাবে) কপি করে মেমোরী কার্ডে ঢুকেই পেস্ট করুন। অন্যকোন ফোল্ডারে রাখবেন না। তাতে বাড়তি ঝামেলা পোহাতে হবে।

[ এণ্ড্রয়েড থেকে আনজিপ করতে ]

১। এখান থেকে রার এপটি ডাউনলোড করে এণ্ড্রয়েডে ইন্সটল করুন।

RAR : Playstore Link

২। RAR এপটি চালু করে shamela.ws.7z নামক ফাইলটিকে সরাসরি sdcard এর মাঝে আনজিপ করে নিন। shamela.ws.7z কে আনজিপ করলে সেটা shamela.ws নামক একটা ফোল্ডার তৈরি হয়ে সকল বই সেখানে জমা হবে। সুতরাং বাড়তি shamela.ws নামক ফোল্ডার তৈরি করার কোন দরকার নেই। এই প্রক্রিয়াটা সবথেকে বেশি সময় নিবে এবং এর জন্য কোন ইন্টারনেট কানেকশনের দরকার নেই। শুধুমাত্র ডাউনলোড করার সময় ইন্টারনেট দরকার হবে।

... ... ...

অনেকে তালগোল পাকিয়ে নারকেল বানিয়ে ফেলেন। এত এত সিস্টেম মাথায় রাখবো কিভাবে!!! একদম সহজে বুঝবেন- এণ্ড্রয়েডের জন্য কাজ কিন্তু মাত্র ৩টি।

:

১। মোট ৩টি ফাইল ডাউনলোড করবেন।

২। ২টি ফাইল ইন্সটল করবেন।

৩। সবশেষে 7zip কিংবা RAR দিয়ে shamela.ws.7z কে আনজিপ করে sdcard।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.